ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সড়ক ঈদের এক সপ্তাহ আগে মেরামত করতে হবে: ওবায়দুল কাদের
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সড়কগুলো ঈদুল আজহার অন্তত এক সপ্তাহ আগে মেরামত করতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়া ঈদের তিন দিন আগে, ঈদের দিন এবং ঈদের তিন দিন পরে নতুন সড়ক নির্মাণের কাজও এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে। ঈদুল আযহার আগে জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে এক প্রস্তুতি সভায় মন্ত্রী এসব কথা জানিয়েছেন।
ওবায়দুল কাদের আরো বলেন, গরুর হাট যাতে রাস্তার ওপর না হয় সে জন্য মনিটরিং জোরদার করতে হবে।
পচনশীল পণ্য ও গবাদিপশু বহনকারী ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে চলবে না বলেও জানিয়েছেন তিনি।
ঈদ-উল-ফিতরের পর দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় তা নিয়ে সংসদে ব্যাপক সমালোচনা হয়েছিল। এমন ঘটনা খুবই উদ্বেগজনক বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।
তাই এবার ঈদের পর কঠোর মনিটরিং নিশ্চিত করতে হবে বলেও জানিয়েছেন তিনি।