উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ৩৮ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭টি উপজেলায় ৩৮ শতাংশ ভোট পড়েছে বলা জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম।
তবে, এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি। কারণ সব কেন্দ্র থেকে এখনও সম্পূর্ণ তথ্য এসে পৌঁছায়নি।
রাজধানীর আগারগাঁওয়ে বিদায়ী সচিব জাহাঙ্গীর আলম ও নবনিযুক্ত সচিব শফিউল আজিমের এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গতকাল (২৯ মে) বলেছিলেন, ভোটের হার কিছুটা পরিবর্তিত হতে পারে, কারণ বিভিন্ন কেন্দ্র থেকে আরও তথ্য আসা বাকি রয়েছে। ২০ থেকে ২৫ ঘণ্টার মধ্যে সঠিক পরিসংখ্যান জানা যাবে।
এর আগে, গত ২১ মে জাহাঙ্গীর আলমকে জননিরাপত্তা বিভাগের সচিব পদে বদলির নির্দেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
একই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিমকে পদোন্নতি দিয়ে ইসির নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আজ (৩০ মে) তিনি নির্বাচন কমিশনে (ইসি) যোগদান করেন।