গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)।
আজ শুক্রবার জুমার নামাজের পর দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বে দলটির কয়েক হাজার নেতাকর্মী মিছিলটি বের করেন।
মিছিলটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন, বিজয় নগর, কাকরাইল, নয়া পল্টন ঘুরে দৈনিক বাংলা মোড়ে এসে শেষ হয়।
মিছিলে নেতাকর্মীরা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মিছিলের আগে দলটির নেতাকর্মীরা এক সমাবেশ থেকে গাজায় ইসরায়েলের হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান।