নারায়ণগঞ্জে গ্যাস সংকট: সিদ্ধিরগঞ্জে মহাসড়ক অবরোধ, ফতুল্লায় মানববন্ধন
নারায়ণগঞ্জে তীব্র হয়ে উঠছে গ্যাসের সংকট। রান্নার চুলা কিংবা সিএনজি স্টেশন- কোথাও পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। অব্যাহত গ্যাস সংকটে অতিষ্ঠ হয়ে শনিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। একইদিন ফতুল্লায় গ্যাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৮ জুন) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে গ্যাসের দাবিতে মানববন্ধন করেন সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দারা। মানবন্ধনের এক পর্যায়ে বিক্ষুব্ধরা সড়কে নেমে মহাসড়কের উভয় লেন বন্ধ করে রাখে। প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করে রাখায়– সড়কের উভয় প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হয়।
মানববন্ধনে অংশ নেয়া রফিকুল ইসলাম রাজু বলেন, 'গত তিন-চার বছর ধরে নিয়মিত গ্যাস পাওয়া যাচ্ছে না। অথচ গ্যাসের বিল তো কোন মাসে বাদ রাখি না। এখন রাত ৩টায় গ্যাস আসে, ভোর ৫টায় চলে যায়। এভাবে গ্যাস দেয়ার তো যৌক্তিকতা নেই। বাড়তি খরচ করে গ্যাস বা বৈদ্যুতিক চুলায় রান্না করতে হয়। তিতাসের কাছে অভিযোগ করে কোন লাভ হয় না, তাই গ্যাসের ব্যবস্থা করে দিতে এবার সরকারের কাছে দাবি জানাচ্ছি।
মানববন্ধনে আসা এক নারী রোজিনা সুলতানা বলেন, 'কোন কোন লাইনে ঠিকমত গ্যাস থাকে, আবার কোন লাইনে একেবারেই আসে না। পাইপে নিশ্চয়ই সমস্যা আছে। এই পাইপগুলো কেন মেরামত করছে না? গভীর রাত পর্যন্ত জেগে জেগে রান্না করা তো প্রতিদিন সম্ভব না। আমরা এই সমস্যার সমাধান চাই।'
মহাসড়ক অবরোধ করার খবর পেয়েই দ্রুত অবরোধকারীদের সরিয়ে দেয় হাইওয়ে পুলিশ। শিমরেল হাইওয়ে ক্যাম্পের পরিদর্শক শরফুদ্দিন আহমেদ বলেন, 'গ্যাসের দাবিতে এলাকার বাসিন্দারা সড়ক অবরোধ করে। ২০ মিনিটের মত সড়ক আটকে রেখেছিল তারা। আমরা এসে তাদের বুঝিয়ে সরিয়ে দেই। আড়াই কিলোমিটারের মত যানজট সৃষ্টি হয়েছিলো। দ্রুতই সড়ক স্বাভাবিক করা হয়েছে।'
অন্যদিকে শনিবার দুপুর ১ টায় নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সংকটের প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকার বাসিন্দারা। ফতুল্লার পাগলা বাজার এলাকায় কুতুবপুর ইউনিয়ন নাগরিক কমিটির ব্যানারে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী। তারা সাত দিনের মধ্যে গ্যাস সমস্যার সমাধানের আল্টিমেটাম দেন, নাহলে তিতাসের আঞ্চলিক কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেয়া হয়।
এই বিষয়ে তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জেলার উপ-মহাব্যবস্থাপক মামুনুর রশীদ টিবিএস'কে বলেন, 'গ্যাস সংকট এখন দেশব্যাপী সমস্যায় পরিণত হয়েছে। আমাদের পাইপ লাইনে পর্যাপ্ত সরবরাহ নেই। যা আসছে, তা প্রতিটি লাইনে সরবরাহ করা হচ্ছে। চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না পেলে, আমাদেরও কিছু করার থাকে না। সরকার ও তিতাস কর্তৃপক্ষ চেষ্টা করছে সমস্যার সমাধান করতে।'