৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী প্রার্থীদের ৭৯ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) তথ্যমতে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে প্রায় ৭৯ শতাংশই ব্যবসায়ী। যাদের মধ্যে দেড়শ জন (১২.৩৭ শতাংশ) কোটিপতি। এছাড়াও নির্বাচিত প্রার্থীদের অস্থাবর সম্পদ ২০১৯ সালের পর থেকে প্রায় তিনগুণ বেড়েছে।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের ফল ও প্রার্থীদের হলফনামা বিশ্লেষণের তথ্য নিয়ে আজ রবিবার (০৯ জুন) দুপুরে রাজধানীতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি এসব তথ্য তুলে ধরেছে।
টিআইবি জানায়, নির্বাচিত প্রার্থীদের মধ্যে বর্তমানে ৮৫৮ জনের নামে মামলা রয়েছে, যেখানে অতীতে মামলা ছিল এক হাজার ১০৯ জনের বিরুদ্ধে। ১০টিরও বেশি মামলায় অভিযুক্ত প্রার্থীর সংখ্যা ৬ জন, অতীতে ১০টিরও বেশি মামলায় অভিযুক্ত প্রার্থীর সংখ্যা ছিল ৪০।
গত পাঁচ বছরে একশ শতাংশের বেশি আয় বেড়েছে- এমন জনপ্রতিনিধির সংখ্যা নারী ভাইস চেয়ারম্যানসহ ২৫১ জন। আর ৫০ শতাংশের বেশি আয় বেড়েছে ৩৬০ জন জনপ্রতিনিধির।