নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর সাক্ষাৎ
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির (সিপিপি) চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার (১০ জুন) নয়াদিল্লিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে গত শনিবার নয়াদিল্লি গিয়েছেন শেখ হাসিনা। তিনি ছাড়াও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল 'প্রচণ্ড' এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেসহ ভারতের প্রতিবেশী ও ভারত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ নেতারা এই অনুষ্ঠানে যোগ দেন।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, রোববার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে বিদেশি অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করেন।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, 'ভোজসভায় অংশ নেওয়া নেতাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা; শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে; মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু; সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ; মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগন্নাথ এবং (তার স্ত্রী) কবিতা জগন্নাথ; নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ড এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে প্রমুখ ছিলেন।'
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।'
তিনি বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন উচ্চতায় আসীন হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'দুই দেশের মধ্যে অনেক বিষয় জড়িত। একসঙ্গে কাজ করার কিছু সুফল রয়েছে।'
তিনি আরও বলেন, 'দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে যোগাযোগসহ উভয় দেশের জনগণ নানাভাবে উপকৃত হচ্ছে। আমাদের বহুমুখী গভীর সম্পর্ক আরও সম্প্রসারণ হবে এবং এটি আরও গভীর হবে।'