গজারিয়ায় ১২ কিলোমিটার অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ করল তিতাস
মুন্সীগঞ্জের গজারিয়ার বাউসিয়া ও মধ্য বাউসিয়া এলাকায় অভিযান চালিয়ে ১২ কিলোমিটার অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিসট্রিবিউশন কোম্পানি। এতে প্রায় আড়াই হাজার গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে জরিমানা কিংবা কোনো মামলা হয়নি।
আজ সোমবার (১০ জুন) জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগের পাইপ উচ্ছেদ করা হয়। এতে তিতাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাসহ বন্ধ থাকা শিল্প-কারখানার শ্রমিকরাও অংশ নেন।
আগামীকাল মঙ্গলবার ও বুধবারও অবৈধ লাইন উচ্ছেদে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
অবৈধ গ্যাস সংযোগের কারণে গত একমাস ধরে গজারিয়া অঞ্চলে মূল লাইন থেকে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস।
প্রতিষ্ঠানটির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মুনিরুজ্জামান বলেন, 'অবৈধ লাইন বিচ্ছিন্ন শেষ হলেই গ্যাস সংযোগ চালু করা হবে।'
এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গজারিয়া শিল্পজোনে প্রায় ১৩টি ছোট-বড় শিল্প-কারখানা সংকটে পড়েছে। গ্যাস না থাকায় বেশিরভাগ কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে।