কুয়েতে অগ্নিকাণ্ডের শিকার ভবনে কোনো বাংলাদেশি থাকতেন না: দূতাবাসের কর্মকর্তা
কুয়েতের মাঙ্গাফ শহরের যে আবাসিক ভবনে আগুন লেগে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছেন, সেখানে কোনো বাংলাদেশি বসবাস করতেন বলে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের কাছে কোনো তথ্য নেই।
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আবুল হোসেন বুধবার (১২ জুন) হোয়াটসঅ্যাপে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)- কে বলেন, 'ওই আবাসিক ভবনে কোনো বাংলাদেশি শ্রমিক থাকতেন কি না এ বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই।'
অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে আবুল হোসেন বলেন, 'বাংলাদেশিরা মূলত পরিচ্ছন্নতা খাতে এবং ভারতীয় ও নেপালিরা নির্মাণ খাতে কাজ করেন। তাছাড়া যে প্রতিষ্ঠানের কর্মীরা সেখানে থাকতেন, তাদের সেখানে বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত কোনো চাকরির চাহিদাপত্র নেই।'
তিনি বলেন, 'এর অর্থ হলো ওই ভবনে কোনো বাংলাদেশি বসবাস করছেন না বা আগুনে আহত বা নিহত হন নি।'
তারপরও দূতাবাস এ বিষয়ে আরও খোঁজখবর নেবে বলে জানান তিনি।
কুয়েতের উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি সময় ভবনটির মালিককে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শেখ ফাহাদ বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে রিয়েল এস্টেট মালিকদের লোভই এসব দুর্ঘটনার কারণ।
মেজর জেনারেল ঈদ রাশেদ হামাদ জানান, বুধবার স্থানীয় সময় সকাল ৬টায় ঘটনাটি কর্তৃপক্ষকে জানানো হয়।