অন্তত একবার আবেদনের সুযোগ চেয়ে ঈদের দিন এনটিআরসিএ নিবন্ধিত শিক্ষকদের মানববন্ধন
পবিত্র ঈদুল আজহার দিনে জাতীয় প্রেসক্লাবের সামনে অন্তত একবার আবেদনের সুযোগ চেয়ে– মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)'র ১৭তম নিবন্ধনধারী ৭৩৯ জন শিক্ষক।
এনটিআরসিএ প্রকাশিত ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন বঞ্চিত হওয়ার পরে এই মানবন্ধন করেছেন শিক্ষকরা।
সোমবার (১৭ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রুত বিশেষ বিজ্ঞপ্তি জারি করে অন্তত একবার আবেদনের সুযোগ দেয়ার দাবিতে ১৭তম শিক্ষক নিবন্ধন ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এই প্রতিবাদ কর্মসূচিতে নিবন্ধন প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা তুলে ধরা হয়।
১৭ শিক্ষক নিবন্ধন ফোরামের আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হামিদুর রহমান রন বলেন, '২০২০ সালের জানুয়ারি মাসে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রিলি, রিটেন ও ভাইভার পর চূড়ান্ত ফল প্রকাশিত হয় গত বছরের ২৮ ডিসেম্বরে। এক বছরের একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগেছে। এতে আমাদের ৭৩৯ জনের বয়স পার হয়ে গেছে। অথচ সনদের মেয়াদ ৩ বছর থাকা সত্ত্বেও একবার আবেদনের সুযোগ দেওয়া হল না।"
এনটিআরসিএ ৯৬ হাজার ৭৩৬ শূন্যপদে শিক্ষক নিয়োগের ৫ম নিয়োগ বিজ্ঞপ্তি গত ৩১ মার্চ প্রকাশ করে। কিন্তু, ২৪ হাজারেরও কম প্রার্থী আবেদন করেছে। এনটিআরসিএ প্রাথমিক সুপারিশ করছে ২২ হাজারের কিছু সংখ্যক প্রার্থীকে। এতে ১৭তম নিবন্ধনধারী ৭৩৯ শিক্ষক বঞ্চিত হন।