প্রধানমন্ত্রী ৮ থেকে ১১ জুলাই চীন সফরে যেতে পারেন: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮ থেকে ১১ জুলাইয়ের মধ্যে চীন সফরে যেতে পারেন।
সোমবার (২৪ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাওয়ের সাথে সৌজন্য সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে বাণিজ্য, নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। এছাড়াও ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং বাণিজ্য বৃদ্ধি ও ট্রেড ডেফিসিট নিয়েও এই সফরে কথা হতে পারে।'
তিনি বলেন, 'চীন আমাদের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী এবং বড় বাণিজ্য সহযোগী। আমরা বাণিজ্য ঘাটতি নিয়ে আলোচনা করেছি। আমরা চীন থেকে ইমপোর্ট করি প্রায় ১৩ বিলিয়ন। আর এক্সপোর্ট করি পৌনে এক বিলিয়ন।'
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে চীনের কাছে সাহায্য চাওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
তবে বৈঠকে তিস্তা মহা পরিকল্পনা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন তিনি।
চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও বলেন, 'আওয়ামী লীগ ও কমিউনিস্ট পার্টির মধ্যকার সম্পর্ক আরো সুসংহত হয়েছে।'
তিনি বলেন, 'দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো সুসংহত করতে কমিউনিস্ট পার্টি কাজ করছে। এছাড়া বাংলাদেশের ভিশন ৪১ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়তায় আগ্রহী কমিউনিস্ট পার্টি।'