ঋণ খেলাপি, বিল খেলাপি ও ব্যাংক লুটেরাদের তালিকা প্রকাশ করুন: আ.লীগ এমপি বাহাউদ্দিন নাছিম
দ্রুত ঋণ খেলাপি, বিল খেলাপি ও ব্যাংক লুটেরাদের তালিকা প্রণয়ন করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিশ্চিত করে দেশের অর্থনীতি রক্ষার দাবি জানিয়েছেন ঢাকা-৮ (মতিঝিল-রমনা-পল্টন) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম।
বুধবার (২৬ জুন) জাতীয় সংসদে ২০২৪–২৫ বাজেট অধিবেশনের সাধরণ আলোচনা পর্বে তিনি বলেন, 'বিল খেলাপি, ঋণ খেলাপি ও ব্যাংক লুটেরাদের তালিকা প্রণয়ন করে জাতির সামনে উস্থাপন করা সময়ের দাবি।'
তিনি বলেন, 'শুনেছি এখন দেড় লাখ কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এ খেলাপি ঋণের পরিমাণ আরও কয়েকগুণ বেশি হবে।'
এ বিল খেলপি-ঋণ খেলাপিরা দেশের অর্থনীত কুড়েকুড়ে খাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, 'দ্রুত একটি বিশেষ আইন প্রণয়ন করে বিশেষ টাস্কফোর্স গঠন করে এদর আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করে দেশের অর্থনীতি রক্ষা করা এখন সময়ের দাবি।'
দুর্নীতিবাজদের বিষয়ে এই এমপি বলেন, 'দেশের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা দুর্নীতির মচ্ছব করছেন। একজন বড় কর্মকর্তার বিশাল দুর্নীতি ধরে দিয়েছে একটি বোবা প্রাণী ছাগল। এরকম বোবা প্রাণীর দ্বারা দুর্নীতিবাজদের চিহ্নিত করার আগে সংশ্লিষ্ট সংস্থাগুলো যথাযথভাবে কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আশা রাখছি।'
তিনি বলেন, রাজনীতিবিদেরা চেষ্টা করছেন একটি সুন্দর দেশ গঠনের, সেখানে এরকম কর্মকর্তারা সরকারের অর্জনকে ম্লান করে দেওয়ার চেষ্টা করছেন।
এ সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এই ঘোষণা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে।