রাজস্ব বোর্ড থেকে মতিউরের সম্পদ বিবরণী চাইল দুদক; ‘অনানুষ্ঠানিক তদন্ত’ করছে এনবিআরও
দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের সম্পদ বিবরণী এনবিআরের কাছে জানতে চেয়েছে বলে জানিয়েছেন এ বিষয়ে অবগত থাকা কয়েকজন সংশ্লিষ্ট কর্মকর্তা।
রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের দায়ে অভিযুক্ত মতিউরের বিরুদ্ধে তদন্ত শুরু করার পর দুদকের এ পদক্ষেপের কথা জানা গেল।
এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, দুদক চলতি সপ্তাহে এনবিআরকে ৩০ জুনের মধ্যে মতিউরের আয়-ব্যয়, সম্পদসহ বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে।
'আগামী রোববারের মধ্যে বিবরণী দুদকে পাঠানো হবে,' বলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওই কর্মকর্তা।
এদিকে সিআইসি মতিউরের আয়কর ফাইলে দেখানো আয়-ব্যয় ও সম্পদের অনুসন্ধান শুরু করেছে বলে এনবিআরের একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে টিবিএসকে বলেছেন।
ওই কর্মকর্তা বলেন, 'আমরা আনঅফিশিয়ালি তার ট্যাক্স ফাইলে [উল্লিখিত] সম্পদের বিষয়ে খোঁজ নিচ্ছি। তার পরিবারের সদস্যদের বিষয়েও খোঁজ নেব। তবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলেন মতিউর রহমান।'
'এ বিষয়ে কোনো তাড়াহুড়া করতে রাজি নই আমরা,' বলেন তিনি।
মতিউর বছরের পর বছর ধরে রাজস্ব কার্যালয়ে তার ঊর্ধ্বতন পদের অপব্যবহার করে আর্থিক ও রিয়েল এস্টেট সম্পদসহ কয়েকশ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।