মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে গাজা সংকট ও রোহিঙ্গা নির্যাতন এড়ানো যেত: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মুসলিম দেশগুলো আরও ঐক্যবদ্ধ থাকলে গাজায় মানবিক বিপর্যয় এবং মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ঠেকানো যেত।
আজ শুক্রবার (২৮ জুন) বিকালে গাজীপুরের বোর্ড বাজারে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৬তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, 'চলমান সংঘাত বন্ধ করতে এবং সংঘাতমুক্ত বিশ্ব গড়তে অবশ্যই বিশ্ব জনমত তৈরিতে এগিয়ে আসতে হবে।'
গাজায় ইসরায়েলি দখলদারিত্বের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'গাজায় যা ঘটছে তা অসহনীয়। মুসলিম উম্মাহর মধ্যে ঐক্যহীনতার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। শুধু গাজায় নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে অমানবিক ঘটনা ঘটেছে।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) অর্থনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব আহমাদ কাওয়েসা সেনজেনডো, আইইউটি গভর্নিং বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সালেহ ইব্রাহিম আলকাসুমি, অধ্যাপক ড. মোহাম্মদ আতাউল করিম প্রমুখ।