পেনশন স্কিম বিতর্ক: শিক্ষা মন্ত্রণালয় সরকারের সিদ্ধান্ত বদলাতে পারে না, বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিক্ষকদের সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কিছু করার নেই। এটি অর্থ মন্ত্রণালয়ের বিষয়।
আজ রবিবার (৩০ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে পেনশন স্কিম ইস্যুতে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, 'সিদ্ধান্তটি শিক্ষা মন্ত্রণালয় নেয়নি। এটি অর্থ মন্ত্রণালয়ের বিষয় এবং সার্বিকভাবে সরকারের নীতিগত সিদ্ধান্ত। আর তাই শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত বদলানো কিংবা এর বিরুদ্ধে কোনো মন্তব্য করা সম্ভব নয়। কারণ এটি (সর্বজনীন পেনশন) সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য।'
শিক্ষকদের চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, 'তাদের দাবি-দাওয়া আদায়ে তারা আন্দোলন করছেন। সেই অধিকার তাদের আছে। তবে তাদের আন্দোলনের দিকে নজর রাখছে শিক্ষা মন্ত্রণালয়। পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।'
সর্বজনীন পেনশন 'প্রত্যয়' স্কিম বাতিলের দাবিতে আগামীকাল সোমবার (১ জুলাই) থেকে সর্বাত্মক কর্মবিরতি যাচ্ছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।