খাগড়াছড়িতে সড়ক দেবে যান চলাচল বন্ধ
টানা বর্ষণে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার একটি আঞ্চলিক সড়কের কিছু অংশ দেবে গেছে। মঙ্গলবার (২ জুলাই) মহালছড়ি-গুইমারা সড়কের কাটাটিলা নামক এলাকায় সড়কটি দেবে যায়। এ ঘটনায় আজ দুপুর থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
মূলত টানা বৃষ্টির পানিতে নিচের মাটি সরে যাওয়ায় সড়কটি দেবে যায় বলে জানা গেছে। ইতোমধ্যে সড়ক ও জনপথ বিভাগ সংস্কার কাজ শুরু করেছে।
মহালছড়ির উপজেলা নির্বাহী অফিসার পারভিন খানম বলেন, 'প্রবল বর্ষণের কারণে সড়কটি দেবে গিয়ে ফাটল ধরেছে। সড়ক ও জনপদ সড়কটি মেরামতে কাজ করছে। আশাকরি রাতের মধ্যে যান চলাচল স্বাভাবিক করা যাবে।'
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, 'সড়কটি মেরামতের কাজ চলছে। যত দ্রুত সম্ভব সড়কটিতে যান চলাচল স্বাভাবিক করা হবে। সড়কটি মূলত মহালছড়ি উপজেলার সাথে গুইমারা উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগে ব্যবহৃত হচ্ছে।'