নরসিংদীতে ট্রেনেকাটা পড়ে ৫ জনের মৃত্যু
নরসিংদীর রায়পুরা উপজেলায় দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) ভোরে উপজেলার কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, ভোরে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর গ্রামে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, "ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে তারা কাটা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। সকাল ৭টার মধ্যে ট্রেনটির নরসিংদী অতিক্রম করার কথা ছিল।"
ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।