বগুড়ায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বগুড়ার শাজাহানপুরে বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বেতগাড়ী এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুরের মো. জামাল হোসেন, বরিশালের হিজলা উপজেলার মো. হৃদয় (৩০), মো. শামীম হোসেন (৪০) ও অজ্ঞাত পরিচয়ের এক নারী (৩০)। তবে নিহতদের মধ্যে চালক দুইজনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আহতরা হলেন- নওগাঁ সদরের মো. শাওন হোসেন (৩০), মো. বাবুল মিয়া (৩৫), বরিশালের হিজলার মো. আলিফ (৩৫), বগুড়া সদরের মো. রেজাউল করিম (৪৫), কাহালু উপজেলার মো. সুজন মিয়া (৩৫), শেরপুর উপজেলার মোহাম্মদ সৈকত (১৮) ও রংপুরের ডিমলা উপজেলার মো. অমিত (১০)।
আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির টিএএসআই লালন হোসেন হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করে জানান, "আহতদের প্রায় সবাই মাথায়, পায়ে, হাতে ও বুকে আঘাত পেয়েছেন। তাদের চিকিৎসা চলছে। আর নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। নিহতদের মধ্যে চালক রয়েছেন, কিন্তু তাদের পরিচয় জানা যায়নি।"
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে শাহ ফতেহ আলী নওগাঁর দিকে যাচ্ছিল। রাত সাড়ে তিনটার দিকে বগুড়ার বেতগাড়ী এলাকায় বাসটির লেনে বিপরীত দিক থেকে একটি কাভার্ড ভ্যান এলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে নারীসহ তিনজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ও পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
কুন্দারহাট হাইওয়ে পুলিশ থানার ওসি আব্বাস আলী এ বিষয়ে বলেন, "বাসটি নওগাঁয় যাচ্ছিল। আর কাভার্ড ভ্যান ঢাকার পথে। মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। বাস ও কাভার্ড ভ্যান পুলিশের হেফাজতে আছে।"