‘আপনার বাবাকে দুর্নীতিবিরোধী টিকা দিন’: সামাজিক যোগাযোগ মাধ্যমে টিআইবির নতুন প্রচারাভিযান
চিত্রকর্মটিতে যে লোগো দেখা যাচ্ছে সেটি শিশুদের জন্য টিকা প্রচারে যে লোগো ব্যবহার করা হয় তার মতো দেখালেও এটি একটি ভিন্ন লোগো। লোগোর কেন্দ্রে একটি শিশুর পরিবর্তে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দেখা যাচ্ছে।
"আপনার সন্তানকে টিকা দিন" লেখাটির পরিবর্তে লেখা আছে, "আপনার বাবাকে টিকা দিন।"
ভ্যাক্সিনের সিরিঞ্জের মত একটি মোটা সিরিঞ্জ দেখা যাচ্ছে, যেটিকে লোগোর ভেতর প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আজ (৯ জুলাই) সকালে তাদের ফেসবুক পেজে এই চিত্রকর্মটি আপলোড করেছে।
ছবির বিবরণে বলা হয়েছে, কাজটি টিআইবি'র দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা ২০২৩-এর অংশ ছিল।
এটি এঁকেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাদাত মাহবুব।
চিত্রকর্মটি সম্প্রতি বিভিন্ন অবৈধ অর্থ উপার্জন সংক্রান্ত ঘটনা উন্মোচিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের দৃষ্টিগোচর হওয়ায় তাদের কাছ থেকে সাধুবাদ পেয়েছে, আবারও অনেকের মুখেই ফুটিয়েছে কৌতুকের হাসি।
টিআইবি'র পোস্টের মন্তব্যে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, "লজ্জার জন্যও একটি ভ্যাকসিন দিতে হবে।"
অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, "আপনার পুরো পরিবারকে ভ্যাকসিন দিন,"
ঈদের পরপরই দেশে দুর্নীতিবিরোধী অভিযান প্রাণ ফিরে পায়। এটি শুরু হয়েছিল যখন এবারের ঈদুল আজহার আগে ১৫ লাখ টাকার ছাগল কিনে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে ইফাত রহমান প্রকাশ্যে আসেন এবং পরবর্তীতে যখন ছাগল কাণ্ডে একে একে মতিউরের বিভিন্ন দুর্নীতি ও অবৈধ সম্পদের কথা প্রকাশ পেতে থাকে।
এভাবেই কেঁচো খুড়তে গিয়ে বেরিয়ে আসে সাপ আর মতিউর অদৃশ্য হয়ে যান। অনেকেই দাবি করেন, তিনি মাথা কামিয়ে আখাউড়া ল্যান্ডপোর্ট দিয়ে ভারতে পালিয়ে গেছেন।
এদিকে আবার বিখ্যাত ফুড ভ্লগার রাফসানের কথাও বলা যায়, যিনি তার বাবা-মাকে একটি অডি উপহার দিয়েছিলেন। পরে নেটিজেনরা তদন্ত করে যানতে পারেন, তার পরিবারের কাছে একটি ব্যাংক এর আড়াই কোটি টাকার ঋণ পাওনা রয়েছে।
উপরের দুটি মামলাই সামনে আসার আগে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ তার বিপুল অবৈধ সম্পদের জন্য আলোচনায় আসেন।