মেরামত করা হলো চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত এলএনজি পাইপলাইন, সন্ধ্যা থেকে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ
চট্টগ্রামের আনোয়ারা থেকে ফৌজদারহাট পর্যন্ত ক্ষতিগ্রস্ত ৪২ ইঞ্চি এলএনজি পাইপলাইনটি আজ (১২ জুলাই) সকালে মেরামত করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের (এমপিইএমআর) এক বিবৃতিতে সন্ধ্যার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।
গত মঙ্গলবার (৯ জুলাই) কর্ণফুলী টানেল ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) মধ্যবর্তী স্থানে দুর্ঘটনার কারণে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ঘূর্ণিঝড় রেমালের কারণে কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের ক্ষয়ক্ষতির পাশাপাশি জিটিসিএল-এর পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গত তিন দিনে শিল্পকারখানায় ব্যাপক বিপর্যয়ের সৃষ্টি হয়।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য মতে, এতে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ১,৫০০ মেগাওয়াটের ঘাটতি দেখা দেয় এবং বৃহস্পতিবার (১১ জুলাই) লোডশেডিং প্রায় ২ হাজার মেগাওয়াটে পৌঁছায়।
এমপিইএমআর-এর বিবৃতিতে বলা হয়েছে, "এলএনজি সরবরাহ এবং গ্যাস গ্রিডের চাপে [বর্তমানে ৭০ পিএসআই] সামঞ্জস্য আনার পাশাপাশি গ্যাস ট্রান্সমিশন ও চাপ ধীরে ধীরে বাড়ানো হচ্ছে।"
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কর্তৃপক্ষকে সব পাইপলাইনের নকশা সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, "ম্যাপিং পাওয়া গেলে এই ধরনের দুর্ঘটনা ঘটত না,"
গ্রাহকদের অসুবিধা এড়াতে নিয়মিত নজরদারি বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি এ ঘটনার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।