কোটা সংস্কার আন্দোলন: রেলপথ অবরোধ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবি এবং সারাদেশে 'বাংলা ব্লকেড' কর্মসূচিতে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছেন।
শুক্রবার (১২ জুলাই) বিকাল ৫টায় শিক্ষার্থীরা রাবির স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন। এর ফলে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
একই দাবিতে গতকালও শিক্ষার্থীরা সাড়ে ৩ ঘন্টা রেলপথ অবরোধ করে রাখেন।
বর্তমানে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিচ্ছেন।
তারা বলেন, সরকারি সকল গ্রেডে কোটা পদ্ধতির সংস্কার করে ন্যূনতম ৫ শতাংশ কোটা পদ্ধতি রেখে সংসদে আইন পাস করতে হবে। যতক্ষণ না কোটা পদ্ধতির সংস্কার হবে ততক্ষণ আন্দোলন চলতে থাকবে।
আন্দোলনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তোফায়েল আহমেদ বলেন, 'সারাদেশের সাথে সমন্বয় করে আমরা আন্দোলন পরিচালনা করছি। আজকে বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষাথীদের দাবির প্রেক্ষিতে আমরা রেলপথ অবরোধ করেছি। ন্যূনতম ৫ শতাংশ কোটা রেখে সকল গ্রেডে কোটা পদ্ধতির সংস্কার করতে হবে।'
রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার আব্দুল করিম বলেন, ''শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজশাহী স্টেশনে দুইটি ট্রেন আটকা পড়েছে। বিকাল ৫টার সময় আন্তঃনগর 'টুঙ্গিপাড়া এক্সপ্রেস' ছাড়ার কথা থাকলেও অবরোধের কারণে ট্রেনটি ছাড়া সম্ভব হয়নি। এছাড়া বিকেল সাড়ে ৩টায় পাবনাগামী আন্তঃনগর 'ঢালারচর এক্সপ্রেস' ট্রেনটি ছাড়ার কথা থাকলেও ট্রেনটি রাজশাহীতে ঢুকেছেই ৪টার পর। তারপর ওয়াশে এক ঘণ্টার মতো সময় লেগেছে। এজন্য ঢালারচর এক্সপ্রেস ট্রেনটিও ছাড়া সম্ভব হয়নি। এছাড়া আপাতত এখন আর ট্রেন নেই।''