বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ‘প্রত্যয় স্কিম’ বাস্তবায়ন এক বছর পেছাল সরকার
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষাপটে, তাদের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থার 'প্রত্যয় স্কিম' বাস্তবায়নের সিদ্ধান্ত এক বছর পিছিয়ে দিয়েছে সরকার।
গত ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সকল রাষ্ট্রায়ত্ত, স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত ও করপোরেশনে নিয়োগপ্রাপ্তদের জন্য প্রত্যয় স্কিমে অন্তর্ভূক্তি বাধ্যতামুলক করা হলেও– তা আগামী বছরের ১ জুলাই থেকে কার্যকর করা হবে বলে জাতীয় পেনশন কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এবিষয়ে আজ রোববার (১৪ জুলাই) অর্থমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সকল স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও তার অধীনস্থ প্রতিষ্ঠানে এবং সরকারি চাকরিতে ২০২৫ সালের ১ জুলাই থেকে যারা চাকরিতে যোগদান করবেন, তাদের ক্ষেত্রে প্রত্যয় স্কিম বাধ্যতামুলক হবে।'
এর আগে শনিবার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে সভা করে প্রত্যয় স্কিম ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হবে বলে জানান সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।