সব ধরনের ফিনিশড লেদার রপ্তানির বিপরীতে প্রণোদনার সার্টিফিকেট দিতে পারবে বিটিএ
এখন থেকে সব ধরনের ফিনিশড লেদার রপ্তানির বিপরীতে প্রাপ্য নগদ সহায়তার আবেদনের ক্ষেত্রে সংগঠনের সদস্যদের সার্টিফিকেট দিতে পারবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)।
কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট (এফইপিডি) রোববার (১৪ জুলাই) এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।
এর আগে, সম্পূর্ণ বা আংশিক মূল্য অগ্রিম প্রত্যাবাসন ব্যবস্থায় রপ্তানির বিপরীতে নগদ সহায়তার আবেদনের ক্ষেত্রে অন্যান্য অ্যাসোসিয়েশনের পাশাপাশি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) প্রত্যয়ন সনদ ইস্যু করতে পারতো।
সার্কুলারে বলা হয়েছে, 'সরকারি সিদ্ধান্তক্রমে এ মর্মে জানানো যাচ্ছে যে, অগ্রিম মূল্য প্রত্যাবাসন ব্যবস্থা ছাড়াও বিদ্যমান অন্যান্য পদ্ধতিতে রপ্তানিমূল্য প্রত্যাবাসন ব্যবস্থায় ফিনিশড লেদার রপ্তানির বিপরীতে প্রাপ্য নগদ সহায়তার আবেদনের সাথে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) কর্তৃক কেবল তাদের সদস্যদের অনুকূলে ইস্যুকৃত প্রত্যয়ন সনদ দাখিলযোগ্য হবে।'
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এতোদিন শুধুমাত্র অ্যাডভান্স পেমেন্টের (অগ্রিম পরিশোধ) মাধ্যমে রপ্তানির ক্ষেত্রে প্রণোদনা পেতে সার্টিফিকেট দিতে পারতো বিটিএ। নতুন নির্দেশনা অনুযায়ী, অ্যাডভান্স পেমেন্টের পাশাপাশি এলসির মাধ্যমে রপ্তানি ও চুক্তির বিপরীতে রপ্তানিসহ ফিনিশড লেদারে সব ধরনের রপ্তানির ক্ষেত্রেই প্রণোদনা পেতে সার্টিফিকেট দিতে পারবে বিটিএ।