রাজশাহীতে চলছে কোটা সংস্কার আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি
সরকারি সকল গ্রেডের চাকরিতে বৈষম্যমূলক কোটা প্রথার যৌক্তিক সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। দুপুর ১টা থেকে তাদের অবস্থান কর্মসূচি চলছে।
শিক্ষার্থীরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা আপত্তিকর। প্রধানমন্ত্রীর বক্তব্যকে প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানিয়ে তাদের এই অবস্থান কর্মসূচি চলছে। অবস্থান কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানান শিক্ষার্থীরা।
এর আগে রোববার দিবাগত মধ্যরাতেও শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তোফায়েল আহমেদ বলেন, গতকাল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তা শুনে সাধারণ শিক্ষার্থীরা হতাশ ও বিক্ষুব্ধ। সেই ক্ষোভের জায়গা থেকেই আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি। আমরা আশা করব, প্রধানমন্ত্রী পুনরায় বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের আস্থা অর্জন করবেন। এছাড়া শিক্ষার্থীদের ওপর মামলার প্রত্যাহারে আমাদের ২৪ ঘণ্টার যে আলটিমেটাম দেওয়া আছে তাও বলবৎ আছে।
এর আগে দুপুর ১২টার পর থেকেই আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও মেস থেকে এসে প্যারিস রোডে জমায়েত হোন। এই আন্দোলনে যোগ দিয়েছেন রাজশাহী কলেজ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা, 'তুমি নও, আমি নই, রাজাকার রাজাকার', 'চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার', 'কে বলেছে কে বলেছে, সরকার, সরকার', 'এক দুই তিন চার, মেধাবীরা রাজাকার', 'কে বলেছে কে বলেছে, সরকার সরকার,'— এমনসব স্লোগান দিতে থাকেন। এছাড়া স্লোগানের মাঝে মাঝে বক্তৃতাও চলমান আছে।