কোটা সংস্কার আন্দোলনকারীদের ঔদ্ধত্যের জবাব দিতে প্রস্তুত ছাত্রলীগ: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গতরাতে নিজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটাবিরোধী আন্দোলনকারীরা যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত।
সোমবার (১৫ জুলাই) ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাদের বলেন, 'আগে শিক্ষার্থীদের কর্মকাণ্ড ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে তাদের সাম্প্রতিক আচরণ ঔদ্ধত্যপূর্ণ। আমরা ব্যবস্থা নিতে প্রস্তুত আছি।'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোটাবিরোধী আন্দোলনের কিছু নেতার বক্তব্যের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত রয়েছে।
তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজাকার পরিচয়-সংশ্লিষ্ট স্লোগানকে 'জাতীয় মৌলিক চেতনার সঙ্গে ধৃষ্টতার শামিল' বলে অভিহিত করেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চলমান কোটা সংস্কার আন্দোলনে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, 'কোটা সংস্কারের চলমান আন্দোলন নিয়ে আমাদের অবস্থান জানিয়েছি। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই মতামত ব্যক্ত করেছেন। যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন, সে বিষয় নিয়ে এই মুহূর্তে কিছু বলা সমীচীন নয়।'
আন্দোলনরত শিক্ষার্থীদের কতিপয় রাজনৈতিক বক্তব্য ও উস্কানিমূলক স্লোগানের কথা উল্লেখ করে মন্ত্রী এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী দলগুলো আন্দোলনে মদদ দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।