ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ছাত্রলীগের হামলায়’ ২ সাংবাদিক আহত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আজ সোমবার (১৫ জুলাই) বিকালে বাংলাদেশ ছাত্রলীগের সদস্যদের হামলায় দুই ফটোসাংবাদিক আহত হয়েছেন।
আহতরা হলেন- দ্য ডেইলি স্টারের সিনিয়র ফটোগ্রাফার প্রবীর দাস এবং দৈনিক প্রথম আলোর স্টাফ ফটোগ্রাফার দীপু মালাকার।
দ্য ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, ছাত্রদের বিক্ষোভ কভার করার সময় ঢাবির ভিসি চত্বরের কাছে ফটোসাংবাদিকদের লাঠি দিয়ে আঘাত করা হয়।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কোটা বিরোধীরা আজ বিকালে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। বিকাল ৩টায় একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ডাকে ছাত্রলীগ।
প্রসঙ্গত, আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা আন্দোলনকারীদের ওপর হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে জানানো হয়েছে।