ঢাবির ভিসিসহ, শিক্ষকদের সন্ধ্যা ৬টার মধ্যে ক্যাম্পাস ছাড়ার ‘পাল্টা নোটিশ’ আন্দোলনকারীদের
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী, দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ক্যাম্পাস ছাড়তে 'পাল্টা নোটিশ' দিয়েছেন।
চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পরে ঢাবি কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ' সই- সম্বলিত নোটিশটি জারি করা হয়।
এতে বলা হয়, "আজ সন্ধ্যা ৬টার মধ্যে মাননীয় ভিসিকে তার বাংলো এবং সকল শিক্ষক ও কর্মকর্তা/ কর্মচারীকে তাঁদের কোয়ার্টার ত্যাগ করার অনুরোধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।"
"পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অরাজকতায় পরোক্ষভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করা সকল মেরুদণ্ডহীন প্রশাসক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো," নোটিশে আরও বলা হয়।