এবার ‘নিরাপত্তাজনিত কারণে’ কোটা আন্দোলনের আরও ২ সমন্বয়ক সারজিস, হাসনাতকে হেফাজতে নিল ডিবি
'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এর আরও দুই সমন্বয়ক সারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা 'নিরাপত্তাজনিত কারণে' হেফাজতে নিয়েছেন।
ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুনায়েদ আলম সরকার আজ শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শুক্রবার অপর তিন সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও নাহিদ ইসলামকে ডিবি আটক করে।
ডিবিপ্রধান হারুন অর রশিদ আজ বলেছেন, জামায়াতে ইসলামীর নেতাদের, এবং গণ-অধিকার পরিষদের সদস্য-সচিব নুরুল হক নূরের সঙ্গে তাদের আলোচনা হয়েছে কি না তা যাচাই করতে ডিবি তাদের আটক করছে।
তিনি বলেন, 'নূর ও আরও কয়েকজন নেতা এর আগে আমাদের বলেছিলেন যে, তারা কোটা সংস্কার আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলেছেন। সে কারণেই নূর ও অন্যদের সঙ্গে কী আলোচনা হয়েছে তা জানতে আমরা তিন সমন্বয়ককে আটক করেছি।'
'এছাড়া, তাদের পরিবার তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল। তাদের নিরাপদ রাখতে আমরা তাদেরকে আমাদের হেফাজতে নিয়েছি,' আরও বলেন হারুন অর রশিদ।