ছাগলকাণ্ডের সেই মতিউর অবসরে
অবশেষে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন সম্প্রতি ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মো. মতিউর রহমান।
আজ বুধবার (৩১ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মকিমা বেগম স্বাক্ষরিত এক সার্কুলারে বিষয়টি জানানো হয়েছে।
সার্কুলার অনুযায়ী, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত কমিশনার মো. মতিউর রহমানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তিনি চাকরি থেকে অবসরের জন্য আবেদন করেন। তার ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন– ২০১৮ এর ধারা-৪৪ (১) ও ধারা-৫১ অনুযায়ী তাকে চাকরি থেকে অবসর দেওয়া হচ্ছে। তবে স্বেচ্ছায় অবসর নেওয়া মতিউরকে অবসরজনিত আর্থিক সুবিধা (অবসর উত্তর ছুটি, লাম্পগ্র্যান্ট এবং পেনশন) ছাড়াই অবসর (ঐচ্ছিক) প্রদান করা হয়েছে।
আগামী ২৯ আগস্ট, ২০২৪ তারিখ থেকে মতিউর রহমানের অবসর কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে, এ বছরের ঈদুল আজহার সময় এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ১৫ লাখ টাকার ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। ছেলের বিলাসী জীবনযাপন নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার সূত্র ধরেই মতিউরের বিপুল সম্পদ ও দুর্নীতির বিষয়টি সামনে আসে।
এরপর থেকে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, পার্ক, বিলাসবহুল বাংলোবাড়ি, জমিসহ নামে-বেনামে বিপুল সম্পত্তি থাকার তথ্য বের হতে থাকে। পুঁজিবাজারেও মোটা অঙ্কের বিনিয়োগ আছে মতিউরের।
এ ঘটনার পর মতিউর, তার স্ত্রী নরসিংদীর রায়পুরার উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ ও তাদের ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত।