সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে কাদের
সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের মতবিনিময় সভার কথা বলে ডাকা হলেও আলোচনা না করে সাংবাদিকদের সামনে কথা বলা শুরু করলে তোপের মুখে পড়েন তিনি। এ সময় কর্মসূচি শেষ না করেই সেখান থেকে চলে যান দলের এই শীর্ষ নেতা।
ঘটনাস্থলে উপস্থিত একাধিক সূত্রে জানা গেছে, আজ বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময় সভা হওয়ার কথা ছিল।
নির্ধারিত সময়ের মধ্যেই ছাত্রলীগের কয়েক শ সাবেক নেতা দলীয় কার্যালয়ের দোতলার সম্মেলন কক্ষে উপস্থিত হন। এর মধ্যে সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা ছিলেন। তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মতবিনিময় না করেই গণমাধ্যমের উদ্দেশে বক্তব্য দিতে শুরু করেন ওবায়দুল কাদের।
এ সময় সাবেক নেতারা হট্টগোল শুরু করেন। তাদের কেউ কেউ ওবায়দুল কাদেরকে লক্ষ্য করে বলেন, 'আমাদের ডেকেছেন, আগে তো আমাদের কথা শুনবেন, আলোচনা করবেন। সেটা না করে আপনি মিডিয়ার সামনে কথা বলা শুরু করেছেন। আমাদের ডেকে কেন সংবাদ সম্মেলন ডেকেছেন?'
হট্টগোল শুরু হলে সংবাদ সম্মেলন শেষ না করেই ওবায়দুল কাদের সেখান থেকে বের হয়ে যান ওবায়দুল কাদের।
এর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাককে সভাস্থলে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার করে বলতে থাকেন, 'তিনি এখানে কেন। তার ছেলে কেন ফেসবুকে সরকারবিরোধী পোস্ট করেছেন?'