‘গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই’: প্রধানমন্ত্রী
কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, 'গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই।'
তিনি আরও বলেন, 'আমি তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।'
এছাড়া রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসস এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন। কোটা সংস্কার আন্দোলনের সময় প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'সম্প্রতি ঘটে যাওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে'।
এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত প্রত্যয় পেনশন ব্যবস্থা বাতিল করা হয়েছে।'
কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সারাদেশে চলমান পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনায় বসার জন্য ইতিমধ্যে আওয়ামী লীগের তিন নেতাকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।
আলোচনায় বসার জন্য দায়িত্ব পাওয়া নেতারা হলেন: অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে দায়িত্ব পাওয়ার বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন বাহাউদ্দিন নাছিম।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি টিবিএসকে বলেন, 'আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।'
তিনি বলেন, আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব।
তবে আন্দোলনকারীরা আওয়ামী লীগের সঙ্গে সংলাপে বসবেন না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ বলেন, 'এ বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন, বিশেষত সাংবাদিক বন্ধুগণ। খুনি সরকারের সাথেই কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই, সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই উঠে না।'
তিনি আরও লেখেন, 'তাদের সাথে আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট, তাদের কোনো বক্তব্য থাকলে দেশবাসীর সামনেই মিডিয়া মারফত তা রাখতে পারেন। আন্দোলনরত ছাত্র-জনতার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত।
তিনি লেখেন, 'গুলি আর সন্ত্রাসের সাথে কোনো সংলাপ হয় না।'