শহীদ মিনার জনসমুদ্র পরিণত হওয়ার পরে আজকের কর্মসূচি শেষ করেছেন আন্দোলনকারীরা
শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর দমনপীড়নের বিরুদ্ধে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর-১০, বসুন্ধরা, শান্তিনগর, সায়েন্স ল্যাবে বিক্ষোভ করছে ছাত্র, শিক্ষক, স্থানীয় অধিবাসীসহ বিপুল জনতা।
ঢাকার বাইরে রাজশাহী, চট্টগ্রাম, নারায়ণজঞ্জ, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশালসহ দেশের বিভিন্ন জেলাতেও চলছে বিক্ষোভ সমাবেশ।
৯ দফা দাবি আদায়ে আজ দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর বেলা ১টা ৫০ মিনিটে অবরোধ প্রত্যাহার করেন তারা। জাবির শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার আল্টিমেটাম দেন।
এর বাইরে দেশের অন্যান্য স্থানের সড়ক ও মহাসড়ক অবরুদ্ধ করেও বিক্ষোভ হচ্ছে।
রাজধানী ঢাকাসহ সারাদেশ থেকে আমাদের প্রতিবেদকদের পাঠানো সংবাদ এখানে তুলে ধরা হচ্ছে—
বিকেল ৫টা ৫৫ মিনিট
কেন্দ্রীয় শহীদ মিনারে এক দফা দাবি ঘোষণার মধ্য দিয়ে আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। সরকারের পদত্যাগ এবং জাতীয় সরকার গঠনের দাবি ঘোষণা করা হয় জনসমুদ্রে পরিণত হওয়া এ সমাবেশ থেকে।
বিকেল ৫.১৫
কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যতই এগোনো হয়- ততোই কানে তালা লাগায় হাজারো জনতার স্লোগান। শহীদ মিনার ও আশেপাশের রাস্তাগুলোও পরিণত হয়েছে জনসমুদ্রে। মিছিল নিয়ে শিক্ষার্থীসহ পেশাজীবী মানুষকে শহীদ মিনারের দিকে আসতে দেখা যায়।
তবে জনসমুদ্রের বেশিরভাগই হলেন, নানান বয়সের স্কুল-কলেজের শিক্ষার্থী। অনেকের সাথে তাদের অভিভাবকরাও এসেছেন।
সবাই একাট্টা, সবার কণ্ঠে এক সুর, এক দাবি।
বিকেল ৪টা
সাইন্সল্যাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে ইউল্যাব বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, এআইবিপিসহ একাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা শহীদ মিনানের এসে যুক্ত হয়েছেন।
সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে আন্দোলনকারীদের বিশাল সমাগম দেখা যাচ্ছে; সমবেত হয়েছেন শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, রিকশাচালক থেকে শুরু সকল পেশাজীবী মানুষ। এছাড়া রাজধানীর আরও বিভিন্ন এলাকা থেকে শহীদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা।
পাশাপাশি শতাধিক রিকশাচালক শহীদ মিনারের সামনের রাস্তায় বিক্ষোভ করেন এবং শ্লোগানে মুখরিত করেন।
এর আগে কোটা আন্দোলনকারীরা সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীদের ওপর সরকারের সহিংস দমন-পীড়নের প্রতিবাদে আজ দেশব্যাপী বিক্ষোভ এবং রবিবার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের "সম্পূর্ণ অসহযোগ" আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
গতকাল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা বলেছেন, "আমরা সকল নাগরিককে আন্দোলনে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।"