আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থান শুরু হয়েছে এবং ছাত্র আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে।
কারাবন্দি বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর পরিবারের সঙ্গে শনিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীতে দেখা করার পর তিনি সাংবাদিকদের বলেন, 'আমি বলব, দেশে এখন গণঅভ্যুত্থান শুরু হয়েছে। আপনারা দেখেছেন, এখন সব সাধারণ মানুষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন।'
ফখরুল আরও বলেন, 'আমি মনে করি, এ আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে। আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ, জনগণের জয় হবে, ছাত্রদের জয় হবে।'
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর-১০, বসুন্ধরা, শান্তিনগর, সায়েন্স ল্যাব এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভে দমন-পীড়ন চালানোর প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা।
ঢাকার বাইরে রাজশাহী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশালসহ আরও কয়েকটি জেলায় বিক্ষোভ চলছে।