চট্টগ্রামে মেয়রের বাসভবনে হামলার সময় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু
শনিবার (৩ আগস্ট) চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসায় হামলার সময় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত মো. শহিদ (৩৫) একজন মুদি দোকানী বলে জানা গেছে। শহরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, মেয়রের বাসভবনে হামলার সময় অস্ত্রধারীদের গুলিতে এক পথচারীর মৃত্যু হয়েছেন। পুলিশ গুলি চালায়নি।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসা ভাংচুর করে অজ্ঞাত ব্যক্তিরা।