রাজশাহীতে মহাসড়কে হাজারো আন্দোলনকারী; ভাঙচুর ও অগ্নিসংযোগ
এক দফা দাবিতে উত্তপ্ত রাজশাহী। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা রাজশাহীর মতিহার থানায় ইটপাটকেল নিক্ষেপ এবং মোহনপুর উপজেলায় থানা ও ইউএনও কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ চালিয়েছে। এছাড়া, কেশরহাট পৌরসভায় অগ্নিসংযোগ এবং মোহনপুর বাজারেও ব্যাপক ভাঙচুর চালানোর খবর পাওয়া গেছে।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।
বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সামনে জড়ো হন আন্দোলনকারীরা। রুয়েট গেট থেকে মিছিল নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা এখন তালাইমারীতে অবস্থান নিয়েছেন। তাদের সাথে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ইতিমধ্যে আন্দোলনকারীদের অবস্থানের কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। আন্দোলনে অংশ নিয়ে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তুলছে পুরো এলাকা।
আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা কুমার পাড়ায় তাদের দলীয় কার্যালয়ে অবস্থান নিতে দেখা গেছে। এছাড়া, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
আন্দোলনকারীরা জানান, তাদের কর্মসূচি ১১টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১০টার দিক থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষাথীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জামায়েত হতে শুরু করেন। এসময় নগরীর বিভিন্ন মহল্লার লোকজনকে আন্দোলনে অংশ নিতে দেখা যায়।
আন্দোলনকারীরা জানান, একমাত্র সরকারের পদত্যাগই আমাদের এই আন্দোলন থেকে সরাতে পারবে। সরকারের পদত্যাগ ছাড়া আমরা আন্দোলন থেকে সরছি না।