বাংলামোটরে বিক্ষোভকারী-আওয়ামী লীগের সংঘর্ষের পর সড়কের নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা
রাজধানীর বাংলামোটরে সরকারের পদত্যাগ চেয়ে এক দফা আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষের পর সড়কের নিয়ন্ত্রণ নিয়েছেন শিক্ষার্থীরা।
বেলা আড়াইটায় এই প্রতিবেদন লেখার সময়ে বাংলামোটর এলাকায় সড়কের নিয়ন্ত্রণে ছিলেন এক দফার দাবিতে আন্দোলনকারীরা।
এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে বাংলামোটর এলাকা আন্দোলনকারী ও আওয়ামী লীগের মাঝে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়।
ওই এলাকায় একটি পুলিশ বক্সে ভাঙ্চুরের তথ্যও পাওয়া গেছে।
বাংলামোটরে থাকা টিবিএস এর একজন সংবাদ কর্মী জানান, "বেলা ১২টা ৪০ মিনিটে ক্ষমতাসীন দলের ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল মগবাজার মোড় থেকে বাংলামোটরের দিকে আসে।"
"ওই সময় শাহবাগ থেকে আন্দোলনকারীদের একটি মিছিল মুখোমুখি হলে, উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়," যোগ করেন তিনি।
পরে শাহবাগ থেকে আরও বিক্ষোভকারী এসে যোগ দিলে আওয়ামী লীগ পিছু হটতে বাধ্য হয় এবং আন্দোলনকারীরা বাংলামোটরের রাস্তা ব্লক করে অবস্থান নেন।
এখনও সেখানে পাল্টা-পাল্টি ইট-পাটকেল নিক্ষেপ চলছে বলে জানান, টিবিএসের সংবাদকর্মী। তবে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত জানা যায়নি।