হল খুলে দিলো জাবি, রোববার থেকে ক্লাস শুরু
২০ দিন বন্ধ থাকার পর আজ বুধবার (৭ আগস্ট) সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী রোববার (১১ আগস্ট) থেকে শুরু হবে শিক্ষা কার্যক্রম।
বুধবার (৭ আগস্ট) সকাল দশটায় এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। চুক্তিভিত্তিক রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে জানানো হয়, নিয়মিত প্রোগ্রামের বৈধ শিক্ষার্থীগণ স্ব-স্ব পরিচয়পত্র প্রদর্শন করে হলে প্রবেশ করতে পারবেন। সাবেক শিক্ষার্থী ও বহিরাগতরা কোনভাবেই হলে থাকতে পারবেন না উল্লেখ করে বলা হয়, এ বিষয়ে হল প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
এছাড়া, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি অনুরোধ জানানো হয়।
তবে সরেজমিনে দেখা যায়, সিন্ডিকেটের সিদ্ধান্তের পূর্বেই শিক্ষার্থীরা হলের তালা ভেঙে গত ৫ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থান নিতে শুরু করেন।
এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই সকল আবাসিক হল ও একাডেমিক কার্যক্রম বন্ধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।