ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন ড. ইউনূস
সেকেন্ডারি সোর্স নয়, বরং মাঠ পর্যায় থেকে সংবাদ সংগ্রহে ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন ড. ইউনূস। গতকাল (শুক্রবার) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে টেলিফোনে কথোপকথনে এই আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।
ইউনূসের প্রেস প্রেস সচিব শফিকুল আলম সোশ্যাল মিডিয়ায় আজ (শনিবার) এই তথ্য নিশ্চিত করেছেন। একইসাথে সকল বিদেশী মিশনকে বাংলাদেশ সফরে ইচ্ছুক সাংবাদিকদের দ্রুত ভিসা অনুমোদন দিতে বলেছে সরকার।
শফিকুল আলম বলেন, "কখনো কখনো কোনো সেকেন্ডারি বা অতিরঞ্জিত রিপোর্টের দ্বারা প্রভাবিত হওয়ার চেয়ে নিজেরাই পরিস্থিতি দেখে এবং সেই অনুযায়ী রিপোর্ট করা ভালো।"
পোস্টে সরকারের পক্ষ থেকে শফিকুল আলম আরও বলেন, "আমরা একটি মুক্ত সমাজ গড়তে চাই যেখানে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। তাই যে কেউ বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে রিপোর্ট করতে চাইলে তাদেরকে (দেশে) স্বাগত জানাবো।"
একইসাথে বাংলাদেশের হিন্দুসহ সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নরেন্দ্র মোদিকে আশ্বস্ত করেছেন অধ্যাপক ইউনূস।
মোদি একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। বিভিন্ন উন্নয়ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সমর্থন করার জন্য ভারতের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন তিনি।