তেল আবিবে বোমা বিস্ফোরণের দায় স্বীকার হামাস ও ইসলামিক জিহাদের
হামাস এবং ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা সোমবার (১৯ আগস্ট) তেল আবিবে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে।
ইসরায়েলি পুলিশ এবং শিন বেট গোয়েন্দা সংস্থা এই বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা হিসাবে বর্ণনা করেছে।
ঘটনাস্থল থেকে পুলিশ জানিয়েছে, গতকাল রবিবার গভীর রাতে এক বোমা বিস্ফোরণে এর বহনকারী একজন নিহত এবং একজন পথচারী আহত হয়েছেন।
নিজেদের বিবৃতিতে হামাস ও ইসলামিক জিহাদ জানিয়েছে, যতদিন 'দখলদারের গণহত্যা ও হত্যার নীতি অব্যাহত থাকবে' ততদিন ইসরায়েলে তাদের 'শহীদি অভিযান' চলবে। একথা দ্বারা গাজায় ইসরায়েলের আক্রমণ এবং গত ৩১শে জুলাই ইরানের তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়েহ'র হত্যার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
যদিও ইসরায়েল তেহরানে হানিয়াহকে হত্যার দায় স্বীকার বা অস্বীকার করেনি।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের আক্রমণ শুরু হয়েছিল। প্রথমে হামাসের সদস্যরা ইসরায়েলে ঢুকে হামলা চালায়। এসময় প্রায় ১২০০ জন নিহত হয় এবং প্রায় ২৫০ জনকে তারা জিম্মি করে নিয়ে যায় বলে ইসরায়েল দাবি করেছে।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৪০ হাজার মানুষ নিহত হয়েছে।
এদিকে, ইসরায়েল-হামাসের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে এবং গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলে পৌঁছানোর প্রায় এক ঘন্টা পরেই তেল আবিবে ওই বিস্ফোরণ ঘটে।
এই যুদ্ধ আঞ্চলিক যুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কা ক্রমে বাড়ছে। ইতোমধ্যে হানিয়েহকে হত্যার পর ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। এই মুহূর্তে তাই দ্রুত একটি যুদ্ধবিরতি চুক্তি করা জরুরি।