খাগড়াছড়িতে পুড়িয়ে দেওয়া কোটি টাকা দামের গাড়িটি কার?
খাগড়াছড়ির গুইমারাতে কোটি টাকা মূল্যের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২১ আগস্ট) গভীর রাতে উপজেলার যৌথ খামার এলাকায় ঘটনাটি ঘটে। তবে গাড়িটি কার তা এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, খাগড়াছড়ি থেকে (ঢাকা মেট্রো ঘ -১৫.৭৬৩০) একটি ভিআইপি গাড়ি গুইমারা বাজারের দিকে আসছিল। গাড়িটি উপজেলার যৌথ খামার এলাকায় পৌঁছালে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত বেশ কয়েকটি ফাঁকা গুলি করে। এসময় গাড়িতে থাকা দুইজন পালিয়ে গেলে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
ড্রাইভার পালিয়ে যাওয়ায় গাড়িটির মালিকের সঠিক তথ্য জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এটি খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও সাবেক পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার গাড়ি।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, গাড়িটির মালিক কে তা জানা যায়নি। ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে খাগড়াছড়ি স্থানীয় সরকার অধিদপ্তরের প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।