নাফিজ সরাফাতের বিও অ্যাকাউন্ট স্থগিতের আদেশ বিএসইসি’র
রেইস ম্যানেজমেন্ট পিএলসি'র চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের বিও অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বিএসইসি এক আদেশে স্টক এক্সচেঞ্জগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এর আগে গত ১৬ আগস্ট দুর্নীতি দমন কমিশন (দুদক) নাফিজ সরাফাতের বিরুদ্ধে তদন্ত শুরু করে। নাফিজ সরাফাত পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যানও ছিলেন। তার বিরুদ্ধে ব্যাংকটি দখল এবং শেয়ারবাজার থেকে ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দুদক কর্মকর্তা জানান, নাফিজ সরাফাত পুলিশ ও একটি গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সহায়তায় পদ্মা ব্যাংক দখল করেছিলেন এবং তার বিরুদ্ধে শেয়ারবাজার থেকে ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।
ওই কর্মকর্তা আরও বলেন, "কমিশন ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সরকারি সংস্থায় চিঠি পাঠিয়েছে, যাতে তার সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে।"
নাফিজ সরাফাত রেইস নামে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্মের মালিকানার সঙ্গেও জড়িত। এর পাশাপাশি, তার বিভিন্ন ব্যবসা রয়েছে, যার মধ্যে মোবাইল টাওয়ার কোম্পানি, বিদ্যুৎ কোম্পানি, বিলাসবহুল হোটেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং গণমাধ্যম অন্তর্ভুক্ত।
এই বছরের জানুয়ারিতে, নাফিজ স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদ্মা ব্যাংকের (সাবেক ফার্মার্স ব্যাংক) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন।