মুক্তিযোদ্ধা কোটায় ৩য়-৪র্থ শ্রেণির চাকরিপ্রাপ্তদের তথ্য পেতে সব মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সরকার
সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত সকল জনবলের তথ্য চেয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
১৫ আগষ্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অন্যান্য সকল মন্ত্রণালয়ের সচিবদের চিঠি দিয়ে এ তথ্য চাওয়া হয়েছে।
তথ্য দেওয়ার জন্য ওই চিঠিতে একটি ছকও উল্লেখ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।
ছকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি ও শ্রেণি উল্লেখ করতে বলা হয়েছে; বাবার নাম ও পুরো ঠিকানা; যার মুক্তিযোদ্ধা সনদ বা গেজেটের পরিপ্রেক্ষিতে নিয়োগ পেয়েছেন তার নাম ও ঠিকানা; মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট নম্বর এবং কত তারিখে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তার তথ্যও জানাতে হবে।
বিভিন্ন মন্ত্রণালয় ও তাদের অধীনস্থ দপ্তর এই তথ্য তৈরির কাজ শুরু করেছে বলে জানা গেছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর মন্ত্রণালয়ে ও মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।