বিএনপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তান হাইকমিশনার
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ।
আজ শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন পাকিস্তানের হাইকমিশনার। এসময় পৌনে এক ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় ও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
পরে এক সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "দুই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া এবং পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়েছে।"
তিনি বলেন, "পুরো দক্ষিণ এশিয়ায় আমাদের আঞ্চলিক সহযোগিতার বিষয়টিও আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসা, অর্থনৈতিক সম্ভাবনা বিশেষভাবে আলোচনা হয়েছে।
নেতা অভিযোগ করে বলেন, "আসলে এমন তুলনামূলক সুবিধার ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা অনেক দিন ধরে বাংলাদেশে অনুপস্থিত ছিল। এখানে একটি পৃষ্ঠপোষকতার ব্যবসা ছিল, যা দ্বিপাক্ষিক বাণিজ্য ও ব্যবসার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ব্যক্তিকে সুবিধা দিয়েছে। সমান সুযোগ ছিল না। আমরা আলোচনা করেছি যে বাংলাদেশে একটি সমান সুযোগের ক্ষেত্র থাকবে এবং দুই দেশের মধ্যে সমান সুযোগ বজায় রেখে তুলনামূলক সুবিধার ভিত্তিতে আমরা পরস্পরকে সহযোগিতা করব।"
আঞ্চলিক সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার বিষয়টিও আলোচনা হয়েছে।
দক্ষিণ এশিয়া অঞ্চলকে সবচেয়ে কম সংহত অঞ্চল হিসেবে উল্লেখ করে আমির খসরু বলেন, শুধু অর্থনৈতিক বিষয়েই নয় বরং সব ক্ষেত্রে এই দক্ষিণ এশিয়ার অঞ্চলে সংহতি বৃদ্ধি করতে হবে। কীভাবে আমরা এগিয়ে যেতে পারি, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, "আমরা বিএনপির পররাষ্ট্রনীতির ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্ব রেখে এগিয়ে যেতে চাই। আমরা দুই দেশের মধ্যে ভালো সম্পর্কের মধ্যে সব ধরনের অর্থনৈতিক সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।"