জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন থেকে শেখ হাসিনা নাম বাদ দিলো সরকার
'শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন-২০১৮' থেকে শেখ হাসিনা নাম বাদ দিয়েছে সরকার। এখন থেকে এ আইনের নাম হবে 'জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন-২০১৮।
একইসাথে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম হবে 'জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট'।
আজ মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে আইনের নামে সংশোধনী আনে।
মন্ত্রণালয়ের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ আইনের অধীন প্রণীত কোনো বিধি বা প্রবিধান, ইস্যুকৃত কোনো আদেশ বা বিজ্ঞপ্তি বা সম্পাদিত যেকোনো দলিলে উল্লিখিত 'শেখ হাসিনা' শব্দগুলো বিলুপ্ত হবে।