গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হবে: উপদেষ্টা আসিফ
দেশের প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব পালনকারীদের জন্য নির্ধারিত সরকারি বাসস্থান গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি বলেন, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে গণভবনকে জাদুঘর করা হবে।
"আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি হয়েছে — আমাদের যে গণভবন রয়েছে, এটি কখনোই আসলে 'গণভবন' হয়ে উঠতে পারেনি। এ গণভবনকে যেহেতু ছাত্র-জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে অর্জন করেছে, তাই একে উন্মুক্ত করে দেওয়া হবে," বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, গণভবন এখন যেমনটা আছে, সেভাবে অপরিবর্তিত রাখা হবে। ছাত্র–জনতার জুলাই আন্দোলনের স্মৃতি ধরে রাখতে গণভবনের ভেতরে একটি জাদুঘর তৈরি করা হবে।
"একে [গণভবন] জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায়-অবিচার হয়েছে তার সবকিছুর স্মৃতি সংরক্ষণ করে 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর' হিসেবে প্রতিষ্ঠা করা হবে।"
'জনগণ যেভাবে এটাকে অধিকার করেছে, বিজয় করেছে, ঠিক সে অবস্থাতেই রাখা হবে। শুধু এর মধ্যে ভেতরে একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হবে,' বলেন তিনি।
রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, তারা স্মৃতি জাদুঘর নির্মাণ এবং জনসাধারণের জন্য তা উন্মুক্ত রাখার ব্যাপারে বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ বিবেচনা করবেন।