ফেলানী হত্যার মতো সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা
২০১১ সালে কুড়িগ্রামে বিএসএফের গুলিতে ফেলানীর নিহত হওয়ার মতো সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড আর ঘটতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, 'আমরা ফেলানীর মতো আরেকটি হত্যাকাণ্ড সীমান্তে দেখতে চাই না… বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) তাদের দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে।'
শনিবার (৭ সেপ্টেম্বর) উপদেষ্টা পিলখানায় বিজিবি সদর দপ্তরের বর্ডার কনফারেন্স সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।
বিজিবির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, 'সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না, আপনার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করুন।'
উপদেষ্টা বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান রোধ করাই বিজিবির প্রাথমিক দায়িত্ব। তিনি বিজিবিকে দুর্নীতি থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেন।
'এগুলো সহ্য করা হবে না, এবং দোষী সাব্যস্ত হলে প্রয়োজনে চাকরি থেকে বরখাস্তসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হবে,' বলেন তিনি।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, বিজিবিকে তাদের সকল কার্যক্রমে আইন মেনে চলতে হবে।