শেখ হাসিনা-পলকের বিরুদ্ধে চট্টগ্রামে সাইবার ট্রাইব্যুনালে মামলা
চট্টগ্রামে শেখ হাসিনা, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. আলী আরাফাতসহ ১১৫ জনের নামে সাইবার আইনে মামলা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালতে ফেনীর নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি এ মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী।
মামলার আসামিরা হলেন- সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মো. সোহায়েল।
এছাড়াও আরও ১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার বাদী নুর মোহাম্মদ চট্টগ্রামে দুরন্ত সাপ্লাইয়ার ও দুরন্ত বাজার নামে অনলাইনভিত্তিক দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক। তিনি অনলাইনে অর্ডার নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহনের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেন। দৈনিক প্রতিষ্ঠান দুটির ব্যবসায়িক লেনদেন ২০ লাখ টাকা।
তিনি অভিযোগ করেন, গত ১৮ জুলাই শিক্ষার্থীদের নির্যাতনের উদ্দেশে পরিকল্পিতভাবে দেশের ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবা বন্ধ করে দেওয়া হয়। এতে গ্রাহকদের সঙ্গে বাদীর যোগাযোগ বন্ধ হয়ে চরম বিপাকে ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন। ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১ নম্বর আসামির নির্দেশে বিভিন্ন সময় ইন্টারনেট বন্ধ থাকে।
বাদীর ব্যবসা অনলাইন ও সফট ওয়ারভিত্তিক হওয়ায় কর্মচারীদের বেতন-ভাতা, গাড়ি ভাড়া, পণ্য সরবরাহ, কাঁচামাল নষ্ট হওয়া ও আর্থিক লেনদেন ব্যাহত হওয়ার কারণে বাদী ব্যবসায় ১০ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন।