কর্মী বিক্ষোভের মাঝে এমডি হেলালুদ্দীন তালুকদারের নিয়োগ বাতিল করল তিতাস
গত কয়েকদিন ধরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর কর্মীদের চলমান বিক্ষোভের মধ্যে ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী মো. হেলালুদ্দীন তালুকদারের নিয়োগ বাতিল করা হয়েছে।
তিতাস গ্যাসের প্রকৌশল বিভাগের এমডি হিসেবে হেলালুদ্দীনের নিয়োগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে বলে গতকাল (১০ সেপ্টেম্বর) পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে, এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে তার আগের পদ, অর্থাৎ উপ-ব্যবস্থাপনা পরিচালক (কারিগরি ক্যাডার) হিসেবে পুনর্বহাল করা হয়েছে।
এর আগে, তিতাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রতিবাদে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকার কারওয়ান বাজারে পেট্রোবাংলার প্রধান কার্যালয় বিক্ষোভ ও ভাঙচুর করেন তিতাসের প্রায় ২০০ কর্মী।
সকাল ১০টা ২০ মিনিটের দিকে তারা পেট্রোবাংলা ভবনের প্রবেশপথের কাচ ভাঙচুর করেন এবং প্রায় ২০ মিনিট ধরে বিক্ষোভ করেন। তাদের মধ্যে কয়েকজন চতুর্থ তলায় উঠে পেট্রোবাংলার কর্মীদের হুমকি দেয় বলে জানা গেছে।
পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তরিকুল ইসলাম খান বলেন, পরে পেট্রোবাংলার কর্মীরা বিপুল সংখ্যায় জড়ো হয়ে আন্দোলনরত তিতাসের কর্মীদের প্রাঙ্গণ ছেড়ে যেতে বাধ্য করেন।
চুক্তি ভিত্তিক নিয়োগ পাওয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহর চুক্তি ৯ সেপ্টেম্বর বাতিল করে মন্ত্রণালয়। এরপর গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজকে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়।
তিতাস গ্যাস সূত্র জানিয়েছে, শাহনেওয়াজ পারভেজকে দায়িত্ব দেওয়ার পর থেকে তিতাসের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা অন্যদের উসকানি দিতে শুরু করেন। অন্যদের উসকে দিয়ে পেট্রোবাংলায় হামলার নেতৃত্ব দিয়েছেন তারা।