পোশাক শিল্পে অস্থিরতা তৈরির অভিযোগে ৫ জনকে আটক
শিল্পাঞ্চল আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় পোশাক শিল্পকে অস্থিতিশীল করে তোলার সঙ্গে জড়িত এবং কারখানায় হামলা, ভাংচুর, রাস্তা অবরোধ করে গাড়ি ভাংচুর এবং গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলার ধামরাইল থানার মোকামটুলা গ্রামের মো. লাবু খানের ছেলে মো. হাবিব খান (৩১), আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মৃত দুর্জন মোল্লার ছেলে মো. আলকাছ মোল্লা (৩৬), একই এলাকার মৃত মহিবুর রহমান ওরফে মহিউদ্দিনের ছেলে মো. আজাহারুল ইসলাম (৪২), লালমনিরহাট জেলা সদরের হারিভাঙ্গা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মো. মজিদুল ইসলাম (২৮) ও আশুলিয়ার পবনারটেক এলাকার মৃত সোনা মিয়া তালুকদারের ছেলে রাসেল তালুকদার (৩৫)।
পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটককৃতদের পরিচয় এবং আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গতকাল শুক্রবার দিন ও রাতের বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে পোশাক শিল্পে অস্থিরতা তৈরির অভিযোগে পাঁচজনকে আটক করেছে।"
আটককৃতদের পোশাক কারখানায় হামলা ও ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় আটক দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।