বৈষম্যহীন বাংলাদেশে সবার অধিকার নিশ্চিত করা হবে: দীঘিনালায় তথ্য উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বৈষম্যহীন বাংলাদেশে সকলের অধিকার নিশ্চিত করা হবে। আমরা লড়াই সংগ্রাম করে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সেখানে কোনো বৈষম্য থাকবে না।
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি দীঘিনালা লারমা স্কয়ারে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, "আমরা সকলের সহযোগিতা নিয়ে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়তে চাই। সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। পাহাড়ে যারা ভেদাভেদ, দূরত্ব তৈরি করে সুযোগ নিতে চায় তাদের কোনো সুযোগ দেওয়া যাবে না। পাহাড় সমতল মিলে বাংলাদেশ।"
এর আগে গত বৃহস্পতিবার সহিংসতায় ক্ষতিগ্রস্ত লারমা স্কয়ার বাজার পরিদর্শন করেন। দোকানপাট পুড়ে যাওয়া ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কাছ থেকে সহিংসতার বিবরণ শুনেন।সহিংস ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের আশ্বাস দেন তথ্য উপদেষ্টা।
এসময় দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মামনুর রশীদ, দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরল হক, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।