সাভারে হত্যা মামলায় ছাত্রলীগ ঢাকা জেলা উত্তরের সাবেক সভাপতি গ্রেপ্তার
ঢাকার সাভারে অভিযান চালিয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতার সাইদুল ইসলাম সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মুশুরিখোলা এলাকার জজ মিয়ার ছেলে। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার জালিস মাহমুদ খান।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, "আজ (রবিবার) বিকালে সাভারের নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।"
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া টিবিএসকে বলেন, "গ্রেপ্তারের পর র্যাব সাইদুল ইসলামকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"
তবে সাইদুলের বিরুদ্ধে এখন পর্যন্ত ঠিক কতগুলো মামলা রয়েছে ঐ বিষয়ে নিশ্চিত করতে পারেননি ওসি। তবে তার সম্পর্কে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান তিনি।